খাগড়াছড়িতে অস্ত্র ও গুলিসহ ইউপিডিএফ (প্রসীত) কালেক্টর গ্রেফতার
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলা সদরের ভাইবোনছড়ায় অভিযান পরিচালনা করে উত্তোলিত চাঁদার টাকা, অস্ত্র ও গুলিসহ প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের এক কালেক্টরকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর সদস্যরা।
গতকাল ১১ ডিসেম্বর (বুধবার) নবরত্ন ত্রিপুরা (৪৫) নামের ওই সন্ত্রাসীকে আটক করা হয়। আটককৃত নবরত্ন পাশ্ববর্তী মহালছড়ি উপজেলার থালিপাড়া গ্রামের চন্দ্রবাসু ত্রিপুরার ছেলে বলে জানা গেছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এদিন রাত আনুমানিক ১১টার দিকে ভাইবোনছড়ায় অভিযান চালায় সেনাবাহিনী। এসময় একটি নাইন এম এম পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও চাঁদাবাজির টাকা উদ্ধার করা হয় তার কাছ থেকে।
সূত্রে জানা যায়, ভাইবোনছড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ শিহাব উদ্দিন এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ওই এলাকায় এ অভিযান পরিচালনা করে।
সেনাবাহিনী জানিয়েছে, পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে ভাইবোনছড়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।