জরুরি অবস্থার মেয়াদ ৬ মাস বাড়ালো মিয়ানমার জান্তা - Southeast Asia Journal

জরুরি অবস্থার মেয়াদ ৬ মাস বাড়ালো মিয়ানমার জান্তা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সামরিক অভ্যুত্থানে ক্ষমতা দখলের দুই বছরের মাথায় মিয়ানমার জান্তা দেশটিতে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে। বুধবার সামরিক সরকারের পক্ষ থেকে এই মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এই ঘোষণার ফলে সামরিক সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগস্টের মধ্যে নির্বাচন আয়োজন বিলম্বিত হতে পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

জান্তা মিন অং হ্লাইংকে ইঙ্গিত করে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মুইন্ট সোয়ে বলেছেন, ১ ফেব্রুয়ারি থেকে আরও ছয় মাস রাষ্ট্রীয় জরুরী অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে। রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা কমান্ডার ইন চিফের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এমআরটিভি’র প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা কাউন্সিল মিন অং হ্লাইংয়ের অনুরোধ মেনে জরুরি অবস্থার মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে।

মিন অং হ্লাইংকে উদ্ধৃত করে এমআরটিভি বলেছে, মিয়ানমার সেনাবাহিনী নির্বাচনের আয়োজনের জন্য কাজ করবে। আমাদের সরকার দেশের প্রতিটি অংশে নির্বাচন আয়োজনের জন্য কাজ করবে। যাতে করে মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার না হারায়।

তবে নির্বাচন আয়োজনের কোনও নির্দিষ্ট সময় উল্লেখ করেননি। জরুরি অবস্থার মধ্যে নির্বাচন আয়োজন হবে না। সমালোচকরা বলছেন, যে কোনও নির্বাচন হবে একতরফা। এই নির্বাচনের লক্ষ্য থাকবে সেনাবাহিনীকে ক্ষমতায় থাকার অনুমোদন দেওয়া।