মার্কিন নিষেধাজ্ঞাভুক্ত ৬৯ রাশিয়ান জাহাজকে বন্দরে ভিড়তে মানা বাংলাদেশের - Southeast Asia Journal

মার্কিন নিষেধাজ্ঞাভুক্ত ৬৯ রাশিয়ান জাহাজকে বন্দরে ভিড়তে মানা বাংলাদেশের

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মার্কিন নিষেধাজ্ঞা পাওয়া রাশিয়ার সাতটি কোম্পানির ৬৯টি মাদার ভ্যাসেলকে বাংলাদেশের বন্দরে ভিড়তে না দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে এ কথা জানান নৌপরিবহন মন্ত্রণালয়ের একজন সিনিয়র তথ্য কর্মকর্তা।

জানা গেছে, তালিকায় তেল পরিবহনকারী ট্যাংকার, সাধারণ পণ্যবাহী কার্গো ভ্যাসেল, গাড়ি পরিবহনকারী ভ্যাসেলসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্যাটাগরির জাহাজ রয়েছে। ১৬ জানুয়ারি নৌ বাণিজ্য দফতরের প্রধান ক্যাপ্টেন সাব্বির আহমেদ সই করা সরকারি এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে। এসব জাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়তে না পারার পাশাপাশি এগুলোর নিবন্ধন, শ্রেণিকরণসহ অন্যান্য পরিষেবাও নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

নৌ মন্ত্রণালয়সূত্র জানিয়েছে, মূলত পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে রাশিয়ার সাতটি কোম্পানির ৬৯টি মাদার ভ্যাসেলকে বাংলাদেশের বন্দরে ভিড়তে না দেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনাটি যায় নৌ পরিবহন মন্ত্রণালয়ে, সেখান থেকে তা চট্টগ্রামে নৌ-বাণিজ্য অধিদফতরে পাঠানো হয়।

You may have missed