কক্সবাজারে ১৯ জন মায়ানমারের নাগরিকসহ ৫ পাচারকারী আটক - Southeast Asia Journal

কক্সবাজারে ১৯ জন মায়ানমারের নাগরিকসহ ৫ পাচারকারী আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফ নাইট্যংপাড়া থেকে ১৯ জন মায়ানমারের নাগরিক আটক করেছে পুলিশ। এদের মধ্যে ৬ জন নারী, ৬ জন পুরুষ, ৭ জন শিশু রয়েছে। পাচারের সঙ্গে জড়িত ৫ দালালও ধরা পড়েছে।

গত ২৬ মে শুক্রবার রাতে টেকনাফ পৌরসভা ১ নং ওয়ার্ড নাইট্যং পাড়া আমিন শরীফের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

শনিবার সকালে তিনি জানান, আটক মিয়ানমারের নাগরিকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের নিকট থেকে মাথাপিছু ৮ হাজার টাকা করে নিয়েছে দালালচক্র।

নৌকা যোগে নাফ নদী পেরিয়ে কয়েকদিন আগে বাংলাদেশে প্রবেশ করে। উদ্দেশ্য জানা যায়নি। এ কাজে বাংলাদেশী ৫ জন সহায়তা করে।

তারা হলো, টেকনাফ সদরের ৯ নং ওয়ার্ডের বড়ইতলীর মোহাম্মদ শাহর ছেলে দ্বীন ইসলাম (২৫), মো. আলী জোহারের ছেলে মো. ইউনুছ (২৬), মৃত মো. সেলিমের ছেলে মো. জাহিদ (৩০), মো. হাশেমের ছেলে মো. জামাল (৩৮), ও নাইট্যংপাড়ার আমিন শরীফের স্ত্রী হাজেরা খাতুন (৫০)।

পাচারকারীসহ আটক সবার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি।

You may have missed