৪৩ বিজিবির পৃথক অভিযানে গাঁজা ও সেগুন গোলকাঠ উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
যৌথ অভিযান পরিচালনা করে অবৈধপথে ভারত থেকে আনা ৫ কেজি গাঁজা ও প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করে অবৈধ ভাবে পাচারকালে ১২৭ ঘনফুট সেগুন গোলকাঠ উদ্ধার করেছে রামগড়স্থ সীমান্ত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর সদস্যরা।
আজ রবিবার (২৩ জুন) পৃথক অভিযান পরিচালনা করে বিজিবির লাচারীপাড়া বিওপি ও কয়লারমুখ বিওপির সদস্যরা এসব উদ্ধার করে।
বিজিবি জানায়, এদিন সকাল সাড়ে দশটার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ লাচারীপাড়া বিওপিতে কর্মরত নাঃ সুবেঃ মোঃ শরীফ মাহাবুব এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক খাগড়াছড়ি জেলার রামগড় থানার অন্তর্গত প্রেমতলী নামক স্থান হতে মালিকবিহীন ১২৭ ঘনফুট বাংলাদেশী সেগুন গোলকাঠ উদ্ধার করতে সক্ষম হয়।
এর আগে, একই দিন সকালে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর আওতাধীন কয়লারমুখ বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ আশরাফুল আলম এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত রহমতপুর নামক স্থান হতে মালিকবিহীন ৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।

বিজিবি আরো জানিয়েছে, জব্দকৃত কাঠ প্রয়োজনীয় কার্যক্রম শেষে রামগড় বনবিট অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়া, উদ্ধারকৃত এসব ৫ কেজি ভারতীয় গাঁজা নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি অন্তর্ভুক্ত করে পরবর্তীতে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করার নিমিত্তে ব্যটালিয়ন সদরে জমা করা হয়েছে।
রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে কাঠ পাচার রোধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে বলেন, সীমান্ত এলাকায় মাদক নির্মূলে নরজদারি বৃদ্ধিসহ যে কোন অপতৎপরতা ঠেকাতে বিজিবি সচেষ্ট রয়েছে।