ঢাকার বিভিন্ন স্থানে সেনা অভিযােনে আটক ১৯

ঢাকার বিভিন্ন স্থানে সেনা অভিযােনে আটক ১৯

ঢাকার বিভিন্ন স্থানে সেনা অভিযােনে আটক ১৯
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাজধানী ঢাকার পান্থপথ, চকবাজার, কারওয়ান বাজার, রসুলবাগ এবং কামরাঙ্গীরচরে অভিযান চালিয়ে চাঁদাবাজ ও ছিনতাইকারীসহ ১৯ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর সদস্যরা।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ গত ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৯ জন অপরাধীকে গ্রেফতার করে।

এদের মধ্যে পান্থপথ, চকবাজার ও কারওয়ান বাজারের চাঁদাবাজ, রসুলবাগ হতে ধারালো দেশীয় অস্ত্র ব্যবহারকারী কিশোর গ্যাং এর সদস্য ও কামরাঙ্গীরচরের স্থানীয় অপরাধী এবং ঢাকা উদ্যান এলাকার ছিনতাই চক্রের সদস্যরা অন্তর্ভুক্ত।

গ্রেফতারকৃতদের আইনানুগ প্রক্রিয়ায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর বিশেষ অভিযান চলমান থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।