নিরাপত্তাবাহিনীর অভিযানে মাটিরাঙ্গায় প্রসীত পন্থি ইউপিডিএফের দুই সন্ত্রাসী আটক
 
                 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বাইল্যাছড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রসীত পন্থি ইউপিডিএফের দুই সন্ত্রাসীকে আটক করেছে নিরাপত্তাবাহিনী। ১৬ অক্টোবর বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বাইল্যাছড়ির সাইনবোর্ড ১নং রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানা গেছে। এসময় তাদের তল্লাসী করে একটি পিস্তল, দশ রাউন্ড গুলি, একটি ধারালো চাকু, দুইটি মোবাইল ফোনসহ একটি জাতীয় পরিচয় পত্র পাওয়া গেছে।
আটককৃত বনসিং চাকমা ওরফে অর্জুন চাকমা (৫১) খাগড়াছড়ি সদরের পেরাছড়া হেডম্যান পাড়ার তকমা চাকমার ছেলে ও কালায়া চাকমা (৩০) গুইমারার ভক্ত পাড়া এলাকার ভক্ত চাকমার ছেলে বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অর্জুন চাকমা নিজেকে বাইল্যাছড়ি এলাকার ইউপিডিএফের কালেক্টর ও কালায়া চাকমা সহকারী কালেক্টর বলে দাবি করেছে বলে নিরাপত্তাবাহিনী সূত্রে জানা গেছে।
নিরাপত্তাবাহিনী জানিয়েছে, আটককৃত দুই ইউপিডিএফ সন্ত্রাসীকে জব্দকৃত অস্ত্র, গুলি ও সরঞ্জামসহ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রসঙ্গত, মাটিরাঙ্গার বাইল্যাছড়িস্থ ১ নং রাবার বাগান এলাকায় এর আগেও বেশ কয়েকবার অভিযান চালিয়ে ইউপিডিএফ সন্ত্রাসীদের গ্রেফতারে সফল হয়েছিল নিরাপত্তাবাহিনী। সাম্প্রতিক সময়ে নিরাপত্তাবাহিনীর অভিযানের মুখে উক্ত এলাকায় ইউপিডিএফের দৌরাত্ন আগের তুলনায় অনেকটা কমে এসেছে।
