সেনানিবাসে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে নিষিদ্ধ করা নিয়ে অপপ্রচার!

সেনানিবাসে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে নিষিদ্ধ করা নিয়ে অপপ্রচার!

সেনানিবাসে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে নিষিদ্ধ করা নিয়ে অপপ্রচার!
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমানকে বাংলাদেশের সব সেনানিবাসে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু এই তথ্যের কোনও ভিত্তি নেই বলে নিশ্চিত করেছে একাধিক ফ্যাক্টচেক সংস্থা ও বাংলাদেশ সেনাবাহিনী।

ভাইরাল হওয়া ওই পোস্টে বলা হয়, সেনাবাহিনীর পক্ষ থেকে লিখিত নির্দেশনা দিয়ে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এ দাবিকে সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও তথ্য যাচাইকারী সংগঠন ‘ফ্যাক্টওয়াচ’।

ফ্যাক্টওয়াচ তাদের বিশ্লেষণে জানায়, ‘আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর), প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দফতরের সঙ্গে যোগাযোগ করেছি। কোথাও এমন কোনো নিষেধাজ্ঞার প্রমাণ পাওয়া যায়নি।’

তারা আরও উল্লেখ করে, এই ধরণের ভুয়া তথ্য ছড়ানোর মাধ্যমে একটি মহল ফায়দা লুটতে চাইছে। সবাইকে এইসব ‘ভুয়া’ ‘অপপ্রচার’ থেকে সাবধানতা অবলম্বন করার আহ্বান জানানা।

এদিকে আইএসপিআর থেকেও তথ্যের কোনো ভিত্তি পাওয়া যায়নি।

প্রসঙ্গত, খলিলুর রহমান বর্তমানে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে তিনি সরকারের ‘হাই রিপ্রেজেনটেটিভ’ হিসেবেও বিশেষ রাজনৈতিক ও কূটনৈতিক কার্যক্রমে অংশ নিচ্ছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।