অরুণাচলের মিয়াও সীমান্তে অস্ত্রের বড় চালান আটক করল আসাম রাইফেলস

অরুণাচলের মিয়াও সীমান্তে অস্ত্রের বড় চালান আটক করল আসাম রাইফেলস

অরুণাচলের মিয়াও সীমান্তে অস্ত্রের বড় চালান আটক করল আসাম রাইফেলস
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের সীমান্তবর্তী অরুণাচল প্রদেশের চাংলাং জেলার মিয়াও-ভিজয়নগর সড়কের ৩৮ নম্বর মাইলস্টোন সংলগ্ন এলাকায় গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করেছে আসাম রাইফেলস। অভিযানে নেতৃত্ব দেয় ‘স্পিয়ার কর্পস’-এর অধীনস্থ বিশেষায়িত একটি ইউনিট।

সূত্র জানায়, অত্যাধুনিক নজরদারি প্রযুক্তি, প্রশিক্ষিত ট্র্যাকার ডগ ও দক্ষ অপারেশন টিম ব্যবহার করে পুরো এলাকা ঘিরে ফেলা হয়। এরপর শুরু হয় তল্লাশি অভিযান। অভিযানের একপর্যায়ে নিরাপত্তা বাহিনী একটি অস্ত্রের গোপন মজুদের সন্ধান পায়।

উদ্ধার হওয়া অস্ত্রের তালিকায় রয়েছে ছয়টি রাইফেল—দুটি এম-১৬, একটি এমএ১, দুটি একে-সিরিজ রাইফেল ও একটি দেশীয়ভাবে তৈরি ৭.৬২ এমএম রাইফেল। এছাড়া একটি ল্যাথোড, একটি আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চার (UBGL), বিপুল পরিমাণ গুলি ও যুদ্ধসামগ্রীর মতো ব্যবহারযোগ্য অন্যান্য সামগ্রীও উদ্ধার করা হয়।

No photo description available.

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো কোনো চরমপন্থী সংগঠনের সশস্ত্র কার্যক্রমে ব্যবহারের জন্যই মজুদ করা হয়েছিল। তবে উদ্ধার হওয়া অস্ত্রের উৎস ও লক্ষ্যস্থল সম্পর্কে নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, অরুণাচল প্রদেশের চাংলাং জেলা ভারতের উত্তর-পূর্বাঞ্চলের চরমপন্থা ও বিচ্ছিন্নতাবাদে আক্রান্ত এলাকা হিসেবে পরিচিত, যেখানে বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠী সক্রিয় রয়েছে এবং প্রায়ই সশস্ত্র কার্যকলাপের খবর পাওয়া যায়। এই অভিযানে আসাম রাইফেলসের সক্রিয় উপস্থিতি সীমান্ত নিরাপত্তা জোরদারের দিকেই ইঙ্গিত দেয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।