আনসারের ‘কমান্ড কনফারেন্সে’, জাতীয় নির্বাচনকে ঘিরে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ মহাপরিচালকের

আনসারের ‘কমান্ড কনফারেন্সে’, জাতীয় নির্বাচনকে ঘিরে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ মহাপরিচালকের

আনসারের ‘কমান্ড কনফারেন্সে’, জাতীয় নির্বাচনকে ঘিরে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ মহাপরিচালকের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ (এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি) এর সভাপতিত্বে আজ ঢাকার খিলগাঁওয়ে বাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত হলো বার্ষিক “কমান্ড কনফারেন্স-২০২৫”। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আয়োজিত এই সম্মেলনে বাহিনীর বিভিন্ন স্তরের কমান্ডাররা ভার্চুয়ালি যুক্ত হন।

সদর দপ্তরের কনফারেন্স রুমে উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ (এএফডব্লিউসি, পিএসসি) এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। একই সঙ্গে দেশের সকল রেঞ্জ কমান্ডার, ব্যাটালিয়ন অধিনায়ক, জেলা কমান্ড্যান্ট এবং জোন অধিনায়কগণ ‘জুম অ্যাপ’-এর মাধ্যমে অনলাইনে অংশ নেন।

কনফারেন্সে মহাপরিচালক তাঁর উদ্বোধনী বক্তব্যে সকল ইউনিট কমান্ডারদের জাতীয় নির্বাচন সামনে রেখে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি রাখার নির্দেশনা দেন। তিনি বলেন, “জাতীয় দায়িত্ব পালনে আনসার ও ভিডিপি অতীতেও গৌরবময় ভূমিকা পালন করেছে। সেই ঐতিহ্য ধরে রাখতে হবে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সঙ্গে।”

May be an image of 4 people, people studying and text

তিনি নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে বাহিনীর সদস্যদের দক্ষতা ও আত্মনিয়োগের উপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় দৃঢ় অবস্থান বজায় রাখার আহ্বান জানান।

মহাপরিচালক প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও সময়োপযোগী ও দক্ষতাভিত্তিক করতে চিহ্নিত সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ দেন। তিনি রেঞ্জ ও জেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রমকে আরও গঠনমূলক ও ফলপ্রসূ করার উপর জোর দেন, যেন বাহিনীর সদস্যরা মাঠপর্যায়ে আরও বেশি কার্যকর ভূমিকা রাখতে পারেন।

প্রসঙ্গত, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জাতীয় নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় কার্যক্রমে বরাবরই সহায়ক বাহিনী হিসেবে দায়িত্ব পালন করে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।