ঝাড়খন্ডে নক্সাল হামলায় সিআরপিএফের হেড কনস্টেবল নিহত, দুইজন আহত

ঝাড়খন্ডে নক্সাল হামলায় সিআরপিএফের হেড কনস্টেবল নিহত, দুইজন আহত

ঝাড়খন্ডে নক্সাল হামলায় সিআরপিএফের হেড কনস্টেবল নিহত, দুইজন আহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঝাড়খন্ডের সারণ্ডা বনাঞ্চলে নক্সালদের সঙ্গে সংঘর্ষে এক সিআরপিএফের হেড কনস্টেবল নিহত হয়েছেন, আর দুইজন জওয়ান আহত হয়েছেন। নিহত হেড কনস্টেবল মাহেন্দ্র লাসকার (আসামের বাসিন্দা)।

স্থানীয় পুলিশ জানায়, চৈবাসার জারাইকেলা থানার অধীনে সারণ্ডা বন এলাকায় সিআরপিএফের ৬০তম ব্যাটালিয়নের একটি দল দুইটি আইইডি বিস্ফোরণের শিকার হয়। ঘটনায় একজন ইনস্পেক্টর, একজন এএসআই এবং একজন হেড কনস্টেবল আহত হন। আহতদের রাউরকেলায় চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। নিহত মাহেন্দ্র লাসকারের মৃত্যুতে পুরো ইউনিট শোকাহত।

পুলিশ জানায়, এ মুহূর্তে নক্সালদের বিরুদ্ধ নক্সাল বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, ভারতের কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ সম্প্রতি বস্তারে যুবকদের নক্সালপথ ত্যাগ করতে ও মূলধারার সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, “যে কোনো গ্রামের যে নক্সালমুক্ত হবে, সেখানে ১ কোটি টাকা উন্নয়নমূলক প্রকল্পের জন্য বরাদ্দ করা হবে। নক্সালপন্থা কাউকে উপকার দেয়নি। যুবকরা সশস্ত্র নক্সাল আন্দোলনে যোগ দেবেন না।”

শাহ আরও বলেছেন, কেন্দ্রীয় সরকার এবং ছত্তিশগড় সরকার পুরো নক্সালপ্রবণ অঞ্চল, বিশেষত বস্তারের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। “যদি কেউ শান্তি বিঘ্নিত করার চেষ্টা করে, আমাদের সশস্ত্র বাহিনী, সিআরপিএফ এবং পুলিশ শক্তভাবে প্রতিক্রিয়া জানাবে। ৩১ মার্চ ২০২৬-এর মধ্যে আমরা দেশ থেকে নক্সালপন্থাকে বিদায় জানাতে চাই।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।