সীমান্তে ভারী অস্ত্র মোতায়েন শুরু করেছে আফগানিস্তান, ১৯ সীমান্ত চৌকি দখল করল পাকিস্তান

সীমান্তে ভারী অস্ত্র মোতায়েন শুরু করেছে আফগানিস্তান, ১৯ সীমান্ত চৌকি দখল করল পাকিস্তান

সীমান্তে ভারী অস্ত্র মোতায়েন শুরু করেছে আফগানিস্তান, ১৯ সীমান্ত চৌকি দখল করল পাকিস্তান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে আফগানিস্তান ট্যাঙ্ক ও ভারী অস্ত্র মোতায়েন করছে বলে খবর পাওয়া গেছে। আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের বরাত দিয়ে রোববার (১২ অক্টোবর) এ খবর দিয়েছে আল জাজিরা।

প্রতিবেদন অনুসারে, আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় পাকিস্তান সীমান্তের দিকে যাচ্ছে ভারী যুদ্ধাস্ত্র ও ট্যাঙ্ক।

এতে বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় (আফগান) পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের বেশ কয়েকটি এলাকায় ট্যাঙ্ক এবং ভারী অস্ত্র মোতায়েন করছে।

এদিকে গোলাগুলি বন্ধ হওয়ার কথা জানা গেলেও, পাকিস্তানের কুররাম এলাকার বাসিন্দারা এখনো মাঝেমধ্যে গোলাগুলির খবর দিচ্ছেন।

এর মধ্যেই পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, পাক পররাষ্ট্র দফতর এই হামলার বিষয়ে তাদের ‘স্পষ্ট এবং দ্ব্যর্থহীন অবস্থান’ প্রকাশ করেছে।

সামাজিক মাধ্যম এক্সে তিনি বলেন, এটা একটা উল্লেখযোগ্য সত্য যে আফগানিস্তান ঠিক সেই সময়ে পাকিস্তানে আক্রমণ করেছে যখন আফগান পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে আছেন এবং সেখানে পাকিস্তানবিরোধী বক্তব্য যৌথ ঘোষণার আকারে প্রচার করা হচ্ছে।

‘এই কাজটি দুঃখজনক এবং নিন্দনীয়’, যোগ করেন তিনি।

উল্লেখ্য, আফগানিস্তানের রাজধানী কাবুলসহ দেশটির ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার পাল্টা জবাব দিয়েছে তালেবান বাহিনী। এই হামলায় পাকিস্তানের অন্তত ৫৮ পাকিস্তানি সেনা নিহত ও ৩০ জন আহত হয়েছে বলে দাবি করেছেন আফগান কর্মকর্তারা।

রোববার (১২ অক্টোবর) তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এক এক্স পোস্টে বলেন, আফগান বাহিনী বিপুল পরিমাণ পাকিস্তানি অস্ত্রও দখল করেছে। অভিযানে আফগান তালেবান বাহিনীরও ২০ জনের বেশি সদস্য নিহত বা আহত হয়েছে।

তবে পাকিস্তান এখনও আফগান সরকারের এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সীমান্তে ভারী অস্ত্র মোতায়েন শুরু করেছে আফগানিস্তান, ১৯ সীমান্ত চৌকি দখল করল পাকিস্তান

১৯ সীমান্ত চৌকি দখল করল পাকিস্তান

আফগানিস্তানের তালেবানের হামলার জবাবে দেশটির সীমান্তের ১৯টি আফগান সীমান্ত চৌকি দখল করার দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রোববার (১২ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে বলে ডনের প্রতিবেদনে বলা হয়।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পিটিভি নিউজ জানিয়েছে, এখন পর্যন্ত সীমান্তে ১৯টি আফগান চৌকি দখল করেছে পাকিস্তানি বাহিনী।

নিরাপত্তা সূত্রগুলো আরও জানিয়েছে, চৌকিতে থাকা আফগান তালেবান নিহত হয়েছেন এবং বাকি সদস্যরা প্রাণ বাঁচাতে পালিয়েছেন। কিছু চৌকিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

রেডিও পাকিস্তান জানিয়েছে, পাকিস্তানি সেনাবাহিনী তালেবানের মনোজবা ক্যাম্প ব্যাটালিয়ন সদর দফতর, জান্দুসার পোস্ট, তুর্কমেনজাই ক্যাম্প এবং খারচর দুর্গ সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আরও বলা হয়, আফগানিস্তানের দিক থেকে গোলাগুলির লক্ষ্য ছিল খাওয়ারিজ গঠনগুলোকে পাকিস্তানের সীমান্তে প্রবেশ করানো। তবে, সতর্ক ও প্রস্তুত পাকিস্তানি পোস্ট দ্রুত এবং জোরালো প্রতিক্রিয়া জানিয়েছে।

‘তাৎক্ষণিক’ কড়া জবাব দেয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, বেসামরিক জনগণের ওপর আফগান বাহিনীর গুলি চালানো আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। পাকিস্তানের সাহসী বাহিনী দ্রুত এবং কার্যকর প্রতিক্রিয়া দিয়েছে। কোনো উসকানি সহ্য করা হবে না।

তিনি আরও বলেন, ‘পাকিস্তানের বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে এবং আফগানিস্তানের উসকানির জবাব দেয়া হয়েছে। পাকিস্তানের জনগণ সাহসী সশস্ত্র বাহিনীর সাথে সীসা ঢালা প্রাচীরের মতো একতাবদ্ধ। আফগানিস্তানকেও ভারতের মতো উপযুক্ত জবাব দেয়া হবে।’

দুই দেশের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার (১২ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে কাবুলে পাকিস্তানের বিমান হামলার পর সীমান্তে দুই দেশের বাহিনীর সংঘাতে জড়ানোর খবর এল।

পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, আফগানিস্তান থেকে বিনা উসকানিতে গুলিবর্ষণের জবাবে তারা ‘পূর্ণ শক্তি দিয়ে’ প্রতিক্রিয়া জানাচ্ছেন। কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তের ছয়টিরও বেশি স্থানে গোলাগুলি ঘটনা ঘটেছে।

গত বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুল ও পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলার অভিযোগ তুলে তালেবান সরকার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছিল।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারাজমি বলেছেন, এটি পাকিস্তানের আফগান আকাশসীমা লঙ্ঘনের জবাবে পাল্টা অভিযান ছিল। তিনি বলেন, স্থানীয় সময় মধ্যরাতে আক্রমণটি শেষ হয়।

তিনি আরও বলেন, ‘যদি প্রতিপক্ষ আবারও আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে, তাহলে আমাদের সশস্ত্র বাহিনী আকাশসীমা রক্ষায় প্রস্তুত আছে এবং কঠোর জবাব দেবে।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।