রাঙামাটিতে সাবেক পাজেপ চেয়ারম্যানের পিএসকে অপহরণ করল ইউপিডিএফ সন্ত্রাসীরা
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলার রামহরি পাড়া এলাকায় প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ’র হাতে অপহৃত হয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অংসুপ্রু চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) মিলন তালুকদার। অপহরণের পর তার পরিবারের কাছে ৭৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে সন্ত্রাসীরা।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (৩১ অক্টোবর) গভীর রাতে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিলন তালুকদার তার শ্বশুরবাড়ি রামহরি পাড়ায় অবস্থান করছিলেন। রাত আনুমানিক ১২টার দিকে অস্ত্রধারী ইউপিডিএফ সন্ত্রাসীরা বাড়িতে হানা দিয়ে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরদিন শনিবার (১ নভেম্বর) সকালে অপহৃতের স্ত্রী শিক্ষিকা কুয়েলী চাকমার কাছে মোবাইল ফোনে যোগাযোগ করে সন্ত্রাসীরা মুক্তিপণ হিসেবে ৭৫ লাখ টাকা দাবি করে।
ঘটনার পর থেকে অপহৃত ব্যক্তির পরিবার ও স্বজনরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। তারা দ্রুত মিলন তালুকদারকে উদ্ধারের জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয়রা জানান, রামহরি পাড়া এলাকা দীর্ঘদিন ধরে ইউপিডিএফের শক্ত প্রভাবাধীন। এলাকাটিতে প্রশাসনের উপস্থিতি দুর্বল হওয়ায় সন্ত্রাসী চক্রটি অপহরণ ও চাঁদাবাজিকে নিয়মিত ‘আর্থিক সংগ্রহের’ মাধ্যম হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে।
নানিয়ারচর থানায় এখনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়নি। তবে বিষয়টি নিরাপত্তা বাহিনীর নজরদারিতে রয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, পাহাড়ে ‘অধিকার আদায়ের’-এর নামে ইউপিডিএফ দীর্ঘদিন ধরে সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের জীবনকে অস্থির করে তুলেছে বলে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অভিযোগ রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।