‘ভয়ংকর’ মাওবাদী বিদ্রোহী হিদমা নিহত, দাবি ভারতীয় পুলিশের

‘ভয়ংকর’ মাওবাদী বিদ্রোহী হিদমা নিহত, দাবি ভারতীয় পুলিশের

‘ভয়ংকর’ মাওবাদী বিদ্রোহী হিদমা নিহত, দাবি ভারতীয় পুলিশের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মঙ্গলবার এক অভিযানে মাওবাদী বিদ্রোহী কমান্ডার হিদমাসহ ছয় মাওবাদী নিহত হয়েছেন৷ হিদমাসহ তার সহযোগীদের ‘ভয়ংকরতম’ গেরিলা হামলার জন্য দায়ী হিসেবে বর্ণনা করে এ খবর নিশ্চিত করেছে ভারতের পুলিশ৷

২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দশকব্যাপী চলে আসা মাওবাদী বিদ্রোহ সম্পূর্ণরূপে শেষ করতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত সরকার৷

মঙ্গলবারের অভিযান সম্পর্কে ভারতের সিনিয়র পুলিশ অফিসার মহেশ চন্দ্র লাড্ডা বলেন, অন্ধ্র প্রদেশ রাজ্যে ‘পুলিশের সঙ্গে এক সংঘর্ষে’ শীর্ষ মাওবাদী কমান্ডার মাদভি হিদমা, তার স্ত্রী রাজে এবং আরো চারজন যোদ্ধা নিহত হয়েছেন৷

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

তিনি দাবি করেন, হিদমা ছিলেন ‘‘সবচেয়ে ভয়ংকর মাওবাদী কমান্ডার৷’’ তার মাথার জন্য ১ কোটি টাকা (প্রায় ১১০,০০০ ডলার) পুরস্কার ঘোষণা করা হয়েছিল বলেও জানান তিনি৷

ভারতীয় পুলিশের দাবি, এ অভিযানের সময় অ্যাসল্ট রাইফেল, পিস্তল এবং অনেক বিস্ফোরকও জব্দ করা হয়েছে৷

– ডি ডাব্লিউ।

You may have missed