মিজোরামে যৌথ অভিযানে ইয়াবা–হেরোইন উদ্ধার, ২ মিয়ানমার নাগরিকসহ গ্রেপ্তার ৪
![]()
নিউজ ডেস্ক
আন্তর্জাতিক মাদক চোরাচালান দমনে বড় সাফল্য পেয়েছে ভারতের নিরাপত্তা বাহিনী। শনিবার (২২ নভেম্বর) মিজোরামের আইজল জেলার চান্দমারি পশ্চিম এলাকায় অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও মিজোরাম এক্সাইজ অ্যান্ড নারকোটিক্স বিভাগের যৌথ দল।
গ্রেপ্তারদের মধ্যে দু’জন মিয়ানমার নাগরিক বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিএসএফের এক বিবৃতিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি বাড়ি থেকে ৫ দশমিক ৮৯ কেজি মেথামফেটামিন (মেথ) ট্যাবলেট এবং ৪১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব মাদকের বাজারমূল্য প্রায় ৪ কোটি ৭৯ লাখ টাকা।
এর আগে শুক্রবার সেলিং–তুইরিয়াল সড়কের এনএইচ-৬ এলাকায় বিএসএফ একটি গাড়ি আটক করে। গাড়িতে তল্লাশির সময় কোনো অবৈধ মালামাল পাওয়া না গেলেও আটক দু’জনের জিজ্ঞাসাবাদে আইজলে একটি মাদক চালান আসার তথ্য মেলে। সেই সূত্র ধরে শনিবার ভোরে যৌথ বাহিনী উল্লেখিত বাড়িতে অভিযান চালায়। সেখানে আরও দুই ব্যক্তিকে পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের মুখে তারা স্বেচ্ছায় দুই ব্যাগ ভর্তি মাদকদ্রব্য তুলে দেয় বলে জানায় বিএসএফ।
গ্রেপ্তার চারজনকে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্যকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য মিজোরাম এক্সাইজ অ্যান্ড নারকোটিক্স বিভাগে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মিজোরাম–মিয়ানমার সীমান্তজুড়ে দেশবিরোধী মাদক চক্রের বিরুদ্ধে ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযান আরও জোরদার হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।