সেনাবাহিনী প্রধানের সঙ্গে পাকিস্তানের এইচআইটি চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ
![]()
নিউজ ডেস্ক
পাকিস্তানের হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলা (এইচআইটি) এর চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল শাকির উল্লাহ খাত্তাকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ রবিবার (২৩ নভেম্বর) সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সৌজন্য সাক্ষাতে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার সম্ভাবনা ও চলমান পারস্পরিক সম্পর্ক নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।
সাক্ষাৎকালে উভয়পক্ষই পেশাদার সামরিক সম্পর্ক, প্রতিরক্ষা সরঞ্জাম উন্নয়ন, প্রযুক্তি বিনিময় এবং পারস্পরিক প্রশিক্ষণ কার্যক্রমের মতো সম্ভাব্য ক্ষেত্রগুলোতে সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিক অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন সেনাপ্রধান, অপরদিকে এইচআইটি চেয়ারম্যান বাংলাদেশের উন্নয়নমুখী ভূমিকা ও পেশাদারিত্বের প্রশংসা করেন।
প্রতিনিধি দলটি সেনাসদের বিভিন্ন অঙ্গসংগঠনের কর্মকাণ্ড সম্পর্কেও অবহিত হন এবং ভবিষ্যতে দুই দেশের প্রতিরক্ষা শিল্পে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কৌশলগত সহযোগিতা ও প্রযুক্তি বিনিময় জোরদারে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।