কুষ্টিয়ায় বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানের পণ্যসহ একজন আটক
![]()
নিউজ ডেস্ক
কুষ্টিয়ায় মাদকদ্রব্য ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানের মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন। এ সময় এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
রবিবার (৭ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক জানান, কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) দায়িত্বপূর্ণ কুষ্টিয়া শহরের বাইপাস লালন চত্বর এলাকায় বিপুল পরিমাণ অবৈধ নকল বিড়ি পাচারের তথ্য পাওয়া যায়। বিজিবি ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে পঞ্চগড় থেকে বরিশালগামী বিআরটিসি বাস তল্লাশি করে ১৪ হাজার ৬৮০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করে।
এ ছাড়াও মিরপুর উপজেলার চিথলিয়া পূর্ব পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাহাবুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে ভারতীয় ৪০০টি নেশার ট্যাবলেট, ১ হাজার ৪৭৫ নগদ টাকাসহ আটক করা হয়।
এদিকে, কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীন দৌলতপুর উপজেলার চল্লিশপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলারের আনুমানিক ৩.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ইনসাফনগর বাজারে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় এক কেজি ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।