মণিপুরে বড় মাদকবিরোধী অভিযান: ১২.৫ কোটি টাকার ইয়াবা জব্দ, আসামের দুই যুবক গ্রেপ্তার

মণিপুরে বড় মাদকবিরোধী অভিযান: ১২.৫ কোটি টাকার ইয়াবা জব্দ, আসামের দুই যুবক গ্রেপ্তার

মণিপুরে বড় মাদকবিরোধী অভিযান: ১২.৫ কোটি টাকার ইয়াবা জব্দ, আসামের দুই যুবক গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মণিপুর রাজ্যের জিরিবাম জেলায় যৌথ বাহিনীর অভিযানে প্রায় ১২.৫ কোটি রুপির মাদকদ্রব্য জব্দ এবং আসামের দুই বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার (৬ ডিসেম্বর) লেইঙ্গাংপোকপি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মণিপুর পুলিশ, সিআরপিএফ এবং আসাম রাইফেলসের সমন্বয়ে গঠিত টিম একটি সন্দেহজনক যানবাহন থামিয়ে তল্লাশি চালায়। এসময় গাড়িতে থাকা বিপুল পরিমাণ নিষিদ্ধ WY/R-মার্কযুক্ত ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—আসামের কাছাড় জেলার রানিঘাটের রাজিব হুসেইন মজুমদার এবং দুবাং এলাকার শহর আলম মজুমদার। তাদের কাছ থেকে ৫০ হাজার ট্যাবলেট, যার ওজন প্রায় ৫.১৮৫ কেজি, জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযানের প্রশংসা করে মণিপুরের সাবেক মুখ্যমন্ত্রী এন. বিরেন সিং সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ পোস্ট দিয়ে নিরাপত্তা বাহিনীর সমন্বিত প্রচেষ্টাকে সাধুবাদ জানান। তিনি বলেন, মাদক জব্দের এই সাফল্য মণিপুরকে মাদকমুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং রাজ্যের তরুণ প্রজন্মকে সুরক্ষায় সহায়তা করবে।

জব্দকৃত মাদক কোথা থেকে এসেছে এবং কারা এই চক্রের সঙ্গে জড়িত—তা শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed