ফুলবাড়ী সীমান্তে উচ্চপর্যায়ের পতাকা বৈঠক: নতুন করে সড়ক নির্মাণ না করার সিদ্ধান্ত
![]()
নিউজ ডেস্ক
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে জিরো লাইনে নতুন করে ফোর লেনের সড়ক নির্মাণকে কেন্দ্রে করে বিজিবির তীব্র প্রতিবাদের মুখে দুই দেশের বিজিবি ও বিএসএফের উচ্চপর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার খলিশাকোঠাল সীমান্তের আন্তর্জাতিক পিলার ৯৩৪-এর ১ সাব-পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে ৪ সদস্য দলের নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মেহেদী ইমাম। ৫ সদস্যের ভারতের পক্ষে নেতৃত্ব দেন কোচবিহার ৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কে কে রাও।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মেহেদী ইমাম সাংবাদিকদের জানান, বিএসএফ আর নতুন করে সড়ক নির্মাণ করবে না। তারা শুধু ব্রিটিশের সময় নির্মাণ করা ওই সড়কটি সংস্কারের কাজ করছে। নতুন করে সড়ক নির্মাণ করছে না। আর যদি করে তাহলে অবশ্যই তা আলোচনার বিষয়।
এ সময় তিনি আরও জানান, অতিদ্রুত আমাদের একটি তদন্ত টিম ওই এলাকাটি দেখার জন্য পাঠানো হচ্ছে।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি থেকে সীমান্তের জিরো লাইনে নতুন করে ফোর লেনের সড়ক নির্মাণকে কেন্দ্রে করে বিজিবি বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এ বিষয়ে দুই দেশের মধ্যে বারবার পতাকা বৈঠক শেষে বিজিবির তীব্র প্রতিবাদের মুখে সড়ক নির্মাণ কাজ বন্ধ করে বিএসএফ। এরই পরিপ্রেক্ষিতে সোমবার দুই দেশের বিজিবি বিএসএফের উচ্চপর্যায়ে পতাকা বৈঠক শেষে তারা নতুন করে কোনো সড়ক নির্মাণ না করে জিরো লাইনের প্রায় ১ কিলোমিটার পুরাতন সড়কটি সংস্কার করবে বলে পতাকা বৈঠকে জানায়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।