১৬ স্যাটেলাইট নিয়ে মহাকাশে হারিয়ে গেল ভারতীয় রকেট

১৬ স্যাটেলাইট নিয়ে মহাকাশে হারিয়ে গেল ভারতীয় রকেট

১৬ স্যাটেলাইট নিয়ে মহাকাশে হারিয়ে গেল ভারতীয় রকেট
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মহাকাশ কর্মসূচিতে বড় ধাক্কা এসেছে ইসরোর (পিএসএলভি) সি-৬২ মিশন ব্যর্থ হওয়ার ঘটনায়। সোমবার (১২ জানুয়ারি) অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সফলভাবে উৎক্ষেপণ হলেও শেষ পর্যন্ত রকেটটি কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয়। এতে বহন করা ১৬টি স্যাটেলাইট বা উপগ্রহ হারিয়ে গেছে।

২৬০ টন ওজনের (পিএসএলভি) ডিএল রকেটটি সকাল ১০টা ১৭ মিনিটে উৎক্ষেপণ করা হয়।

রকেটের প্রথম ও দ্বিতীয় ধাপ এবং সেগুলোর উৎক্ষেপণ স্বাভাবিকভাবেই সম্পন্ন হয়। তবে তৃতীয় ধাপ চালু হওয়ার পরই সমস্যা দেখা দেয়। মিশন কন্ট্রোল থেকে আর কোনো টেলিমেট্রি তথ্য পাওয়া যায়নি, যা কক্ষপথে প্রবেশ ব্যর্থ হওয়ার ইঙ্গিত দেয়। উৎক্ষেপণের প্রায় আট মিনিট পর তৃতীয় ধাপে ত্রুটির কারণে মিশনের অগ্রগতি থেমে যায়।

ইসরো জানিয়েছে, রকেট নির্ধারিত গতিপথ থেকে সরে গিয়েছিল। এর কারণ জানতে ব্যর্থতা বিশ্লেষণ কমিটির তদন্ত শুরু করা হয়েছে।
ইসরো চেয়ারম্যান ভি. নারায়ণন জানিয়েছেন, আমরা তথ্য বিশ্লেষণ করছি এবং প্রয়োজনীয় আপডেট শিগগিরই প্রদান করব।

(পিএসএলভি) সি-৬২ মিশনে মোট ১৬টি উপগ্রহ বহন করা হচ্ছিল।

এর মধ্যে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) উন্নত গোয়েন্দা স্যাটেলাইট ‘অন্বেষা’ এবং ইসরোর (ইওএস)-এন১ উপগ্রহও অন্তর্ভুক্ত ছিল।
আট মাসের মধ্যে এটি পিএসএলভির দ্বিতীয় ব্যর্থতা। এর আগে (পিএসএলভি) সি-৬১ মিশনেও তৃতীয় ধাপে সমস্যার কারণে উপগ্রহ হারাতে হয়। এতে পিএসএলভির দীর্ঘদিনের উচ্চ সাফল্যের রেকর্ডে আঘাত এসেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *