বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার

নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়িতে অভিযান পরিচালনা করে বেশ কিছু অবৈধ অস্ত্র, গুলি ও গুলির খোসা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)’র সদস্যরা। আজ শুক্রবার (৪ঠা সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে জানা যায়।
সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)’র অধীনস্থ ছাগলখাইয়া সিআইও ক্যাম্প এলাকায় ১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শাহ আবদুল আজীজ আহমেদের নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোছাইনসহ ব্যাটালিয়ন সদর হতে একটি টহল দল বিকেল আড়াইটার দিকে ছাগলখাইয়া সিআইও ক্যাম্প হতে আনুমানিক ৬ কিঃমিঃ পূর্বদিকে দোছড়ি ইউনিয়নের ভাগ্নেরঝিড়ি নামক স্থানে গহীন জঙ্গলে অভিযান চালায়। উক্ত স্থানে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রস্তুতি গ্রহণকালে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। এসময় বিজিবি সেখানে তল্লাশি করে ৪টি SBBL ও ১ টি দেশীয় অস্ত্র (একনলা বন্দুক), ২টি অস্ত্র তৈরীর ব্যারেল, ১টি কার্তুজ এবং ৫টি কার্তুজের খালি খোসা পরিত্যক্ত পাওয়া যায়।
বিজিবি জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজ নাইক্ষ্যংছড়ি থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শাহ আবদুল আজীজ আহমেদ জানিয়েছেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ অস্ত্রধারী ও মাদক কারবারীদের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।