জম্মু ও কাশ্মীর পরিদর্শনে বিদেশি রাষ্ট্রদূতরা
নিউজ ডেস্ক
ভারতের জম্মু ও কাশ্মীর পরিদর্শনের অংশ হিসেবে আজ বুধবার শ্রীনগরে পৌঁছেছেন বিদেশি মিশনের ২০ জনের বেশি প্রতিনিধি। এ প্রতিনিধি দলে ইউরোপ, এশিয়া, আফ্রিকা, মধ্য আমেরিকার বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশের দূত ও কূটনীতিকও রয়েছেন। ১৮ ফেব্রুয়ারি তারা কাশ্মীর এবং ১৯ ফেব্রুয়ারি জম্মু পরিদর্শন করবেন। এর আগে ২০২০ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুই দফায় জম্মু ও কাশ্মীর পরিদর্শন করেছিলেন বিদেশি রাষ্ট্রদূতরা।
ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে তৈরি হওয়ার পর জম্মু ও কাশ্মীরের আর্থ- সামাজিক পরিস্থিতি, উন্নয়ন-সহ বিভিন্ন কাজের দিকগুলি খতিয়ে দেখবেন রাষ্ট্রদূতরা। পাশাপাশি ভূস্বর্গে নিরাপত্তার দিকগুলিও দেখবেন রাষ্ট্রদূতরা।
ভারতের সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পর গত ৫ ফেব্রুয়ারি থেকেই শ্রীনগরে চালু হয়েছে ৪জি মোবাইল ইন্টারনেট সেবা। সম্প্রতি কাশ্মীরের জেলা উন্নয়ন পরিষদের নির্বাচন শেষ হয়েছে।
ব্লক উন্নয়ন পরিষদের নির্বাচনও সফলভাবে শেষ হয়েছে। সব মিলিয়ে গোটা এলাকার সার্বিক পরিস্থিতি বর্তমানে ঠিক কী অবস্থায় রয়েছে, তা খতিয়ে দেখতেই রাষ্ট্রদূতদের ভূস্বর্গ সফর।