ইয়াসঃ ভারতের ওড়িষ্যা-পশ্চিমবঙ্গে ক্ষতিগ্রস্ত ১ কোটি মানুষ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে ওড়িশা ও পশ্চিমবঙ্গে ৪ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১ কোটি মানুষ। ২০ হাজারের বেশি গ্রাম লণ্ডভণ্ড এবং ৩ লাখ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া, ওড়িশাতেও বিধ্বস্ত হয়েছে বেশকিছু রাস্তা।

৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরপরই দুর্গত এলাকা পরিদর্শনে যাবেন তিনি। মূলত উপকূলবর্তী এলাকাগুলোতেই ক্ষয়ক্ষতি হয়েছে বেশি। দুর্গত এলাকায় কাজ করছে সেনাবাহিনী এবং দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরা। দায়িত্ব পালন করছে ৭৪ হাজার স্বেচ্ছাসেবী।

ইয়াসের কারণে শনিবার পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। বুধবার সকাল সোয়া ৯টায় ঘণ্টায় ১৫৫ কিলিমিটার বেগে আছড়ে পরে ইয়াস। ঘূর্ণিঝড়ের আগেই বেশিরভাগ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ায় প্রাণহানি কম হয়েছে।