রাঙামাটির বিলাইছড়িতে করোনায় কর্মহীনদের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

করোনা মহামারি দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সর্বাত্বক লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায়, হতদরিদ্র ও দুঃস্থদের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে রাঙামাটির বিলাইছড়িতে ত্রাণ সহায়তা বিতরণ করেছে সেনাবাহিনী।

শনিবার (২৬ জুন) রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন বিলাইছড়ি উপজেলার বিলাইছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকা ১নং বিলাইছড়ি ইউনিয়ন বহলতলী গ্রামে উক্ত মানবিক সহায়তা প্রদান করা হয়।

সেনাবাহিনী জানায়, বিলাইছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল মো.ইশরাত হোসেন এর নেতৃত্বে এদিন ১নং বিলাইছড়ি ইউনিয়নের অসহায় ও দুঃস্থ ৩০ পরিবারের মাঝে ৩০ প্যাকেট ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।

এছাড়াও, উপজেলার ৩নং ফারুয়া ইউনিয়নের বাজার এলাকায় ৪০টি পরিবারের হাতে ৪০ প্যাকেট মানবিক সহায়তা দেওয়া হয় সেনাবাহিনীর পক্ষ হতে। প্রতি পরিবারের জন্য ৫ কেজি চাল,৩ কেজি ডাল, ২ কেজি আটা, ১ কেজি লবণ এবং ৩ কেজি আলু বিতরণ করা।

উল্লেখ্য যে, এ কঠিন ক্রান্তিলগ্নে পাহাড়ী এলাকার অসহায় ও দুঃস্থ জনগণ সেনাবাহিনীর নিঃস্বার্থ এ সহযোগিতায় অত্যন্ত খুশি।