রাঙামাটিতে চাঁদা না দিলে অটোচালকদের ব্রাশ ফায়ারের হুমকি জেএসএস’র
নিউজ ডেস্ক
নিরাপত্তাবাহিনীসহ সংশ্লিষ্ট প্রশাসনের নানামুখি তৎপরতা চলমান থাকা সত্ত্বেও পাহাড়ে ক্রমেই নিয়ন্ত্রণহীন হয়ে উঠছে তথাকথিত উপজাতীয় আঞ্চলিকদলগুলোর সশস্ত্র অপতৎপরতা। এবার খোদ রাঙামাটি শহরে জেএসএস (সন্তু) নামধারী সন্ত্রাসীরা স্বশরীরে উপস্থিত হয়ে নির্ধারিত চাঁদা দাবি করে। অন্যথায় ভয়াবহ পরিণতির হুমকি দিয়ে গেছে বলে অভিযোগ করেছে অটোরিক্সা চালক সমিতির সদস্যরা। বিষয়টি নিয়ে আতঙ্কিত চালকদের কথা চিন্তা করে অটোরিক্সা চালক সমিতির পক্ষ থেকে বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার সময় রাঙামাটি কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। কোতয়ালী থানার সাধারণ ডায়েরি নাম্বার-৯৩৩,তারিখ: ১৮/৮/২০২১ইং।
রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতি রাঙামাটি সদর এর যুগ্ন সম্পাদক মো. হেলাল হোসেন সুমন বাদি হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন। তিনি জানিয়েছেন, আমরা বিষয়টিতে গুরুত্ব সহকারে দেখছি এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
লিখিত অভিযোগে জানানো হয়, গত ১২ আগস্ট বৃহস্পতিবার দুপুরে প্রথমবারের মতো রাঙামাটি শহরের আসামবস্তি এলাকায় অবস্থানরত অটোরিক্সা চালকদের কাছে তিনজন চাকমা যুবক এসে অটোচালক সমিতির অর্থ সম্পাদক সম্ভু কুমার গুপ্তকে ধরে অটো চালকদের পক্ষ থেকে নির্ধারিত চাঁদা দেওয়ার জন্য জেএসএস এর এক নেতার মোবাইল নাম্বার (০১৭৭১৩১৬৪১৬) দিয়ে উক্ত নাম্বারে অটোরিক্সা সমিতির সভাপতিতে কথা বলার জন্য বলে যায়। অন্যথায় ১৩ আগস্ট থেকে রাঙামাটির আসামবস্তি টু কাপ্তাই সড়কে সিএনজি অটোরিক্সা চালাতে দেওয়া হবেনা এবং চালালে ভয়াবহ পরিণতি হবে সাশিয়ে যায়।
বিয়ষটি সেসময় মৌখিকভাবে প্রশাসনকে জানানো হয়েছে বলে জানিয়েছেন অটোরিক্সা চালক সমিতির নেতারা। তারা বলেন, এই ঘটনার পর নির্ধারিত চাঁদা নাপেয়ে ১৭ আগস্ট মঙ্গলবার রাতে সেই অটো চালক সম্ভু কুমার গুপ্তের ব্যক্তিগত নাম্বারে সেই নাম্বারটি(০১৭৭১৩১৬৪১৬) থেকে কল করে জেএসএস এর পরিচয় দিয়ে রাঙামাটি সদরের আসামবস্তি থেকে কাপ্তাই সড়কে অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির অধীনস্থ অটোরিক্সাগুলোর চলাচল বন্ধ রাখতে বলে দেওয়া হয়। চাকমা যুবকদের গতিবিধিসহ মোবাইল কলের বিষয়টি নিয়ে প্রশাসনকে জানালে ব্রাশ ফায়ার করে পরিণতি ভয়াবহ হবে বলে হুমকি প্রদান করা হয়েছে বলে অভিযোগ করেছেন অটো চালক সমিতির নেতা ও অভিযোগকারী হেলাল হোসেন সুমন।
অভিযোগকারী জানান, যেহেতু আমি নিন্ম স্বাক্ষরকারিসহ সমিতির সকলে উক্ত এলাকাদিয়ে যাত্রী সেবা দেওয়ার লক্ষ্যে চলাচল করতে হয় সেহেতু হুমকি প্রদানকারি জেএসএস নামীয় আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠি কর্তৃক যেকোন সময় আমাদের উপর অনাকাঙ্খিত ঘটনা ঘটাতে পারে। সেই লক্ষ্যে বিষয়টি লিখিত আকারে থানাকে অবহিত করে আইনী প্রতিকার চেয়েছেন।