ভাসানচরে ২ রোহিঙ্গা দালাল আটক, কুতুপালং ক্যাম্প থেকে আটক ৫ রোহিঙ্গা - Southeast Asia Journal

ভাসানচরে ২ রোহিঙ্গা দালাল আটক, কুতুপালং ক্যাম্প থেকে আটক ৫ রোহিঙ্গা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে মো. রফিক (২৭) ও মো. সেলিম (২০) নামে দুই রোহিঙ্গা দালালকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও কোস্টগার্ড। গত শুক্রবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮টায় ৮ ও ২৪ নম্বর ক্লাস্টারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-৮ নম্বর ক্লাস্টারের এল-১৬ নম্বর কক্ষের মৃত ইসলামের ছেলে মো. রফিক (২৭) ও ২৪ নম্বর ক্লাস্টারের সি-৫ কক্ষের দিল মোহাম্মদের ছেলে মো. সেলিম (২০)।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, আটকদের ভাসানচরের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধি ও ক্যাম্প ইনচার্জ (সিআইসি) কার্যালয়ে সোপর্দ করা হয়েছে। তারা টাকার বিনিময়ে রোহিঙ্গাদেরকে চট্টগ্রাম, নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে পালাতে সহায়তা করতেন বলে সিআইসির কাছে স্বীকার করেছেন।

এছাড়া, কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে পাঁচজন রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। শুক্রবার (৮ অক্টোবর) দিনগত রাতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-কুতুপালং ক্যাম্পের মৃত সুলতান মোহাম্মদের ছেলে মো. খালেদ হোসেন (৩৩), মৃত আমির হোসেনের ছেলে মাস্টার সৈয়দ আমিন (৩৮), মো. শাকের (৩৫), নূর বসরের ছেলে মোহাম্মদ কলিম (১৮) ও মৃত মো. রশিদের ছেলে মো. ইলিয়াস (২২)।

কক্সবাজার ১৪ এপিবিএন অধিনায়ক (এসপি) মো. নাইমুল হক জানান, আটকরা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় তথাকথিত আরসা সংগঠনের নাম ব্যবহার করে চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিল। আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাদের উখিয়া থানায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি।