নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় নিহত ২০
“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
নাইজেরিয়ার সোকোটো রাজ্যে বন্দুকধারীর হামলায় অন্তত ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে এ তথ্য।
জানা গেছে, একটি মার্কেটে এবং বেশ কয়েকটি গাড়িতে এ হামলা চালানো হয়।
সোকোটোর পুলিশবিষয়ক মন্ত্রীর বিশেষ উপদেষ্টা ইদ্রিস গোবির জানিয়েছেন, সশস্ত্র অস্ত্রধারীরা মোটরসাইকেলে করে এসে বিক্ষিপ্তভাবে গুলি করে, এতে বেশ কয়েকজন নিহত হয়।
সোকোটো পুলিশের একজন মুখপাত্র হামলার কথা নিশ্চিত করলেও কত জন নিহত হয়েছেন তাৎক্ষণিকভাবে তা জানাননি।
এদিকে, সোকোটোর পার্লামেন্টের স্থানীয় সদস্য হুসেইন বোজা এ হামলার জন্য বিরাজমান নিরাপত্তাহীনতাকে দায়ী করেছেন।