ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, তুরস্কে গ্রেফতার ১৫ - Southeast Asia Journal

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, তুরস্কে গ্রেফতার ১৫

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পর্কযুক্ত অন্তত ১৫ ব্যক্তিকে আটক করেছে তুরস্ক। আটককৃতরা তুরস্কে ইসরাইল-বিরোধী লোকজন ও অধ্যয়নরত বিদেশি ছাত্রদের ওপর গুপ্তচরবৃত্তি চালাতো।

বৃহস্পতিবার তুরস্কের ডেইলি সাবাহ সংবাদমাধ্যম সর্বপ্রথম এই সংবাদ প্রকাশ করে। তাদের খবরে বলা হয়েছে, আটককৃত ১৫ ব্যক্তি তিন ব্যক্তির সেলে বিভক্ত হয়ে ইসরায়েলের জন্য গোপন তথ্য সংগ্রহ করতো।

তুরস্কের বিচার মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ইস্তাম্বুলের সরকারি কৌঁসুলিরা একটি তদন্ত চালানোর এক পর্যায়ে এইসব ব্যক্তিকে আটক করে তুর্কি পুলিশ।

নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো বলেছে, সন্দেহভাজন এসব ব্যক্তি ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা সংস্থার কাছে গুরুত্বপূর্ণ তথ্য এবং দলিল-দস্তাবেজ পাচার করত। এসব ব্যক্তি তারবার্তায এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তথ্য পাচার করত এবং এ জন্য মোটা অঙ্কের অর্থ পেত। আটক ব্যক্তিদের মধ্যে ফিলিস্তিন এবং সিরিয়ার নাগরিক রয়েছে যারা তুরস্কে বসবাস করত।

আটকের পর এসব গুপ্তচরকে আদালতে হাজির করা হয় এবং তাদেরকে ইস্তাম্বুলের মালতেপে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

সেপ্টেম্বর মাসে তুরস্কে ৬ জন ফিলিস্তিনি নিখোঁজ হয়। আটককৃতদের মধ্যে তারাও রয়েছেন।