রাঙামাটির কাপ্তাইয়ে অস্ত্র সহ একজন আটক! - Southeast Asia Journal

রাঙামাটির কাপ্তাইয়ে অস্ত্র সহ একজন আটক!

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন এর উত্তর দেবতাছড়ি এলাকা হতে গত সোমবার বেলা ২টা ৩০ মিনিটে দেশীয় তৈরী পাইপগান , দুই রাউন্ড গুলি ও অস্ত্র তৈরীর সরঞ্জাম সহ একজনকে আটক করেছে কাপ্তাই ৪১ বিজিবির কুকিমারা সিআইও ক্যাম্পের সদস্যরা।

কুকিমারা সিআইও ক্যাম্প কমান্ডার সুবেদার মোঃ আছিকুর রহমান শেখ এর নেতৃত্বে বিজিবি সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। আটককৃত আপন জুটি তনচংগ্যা(৩৫) উত্তর দেবতাছড়ি এলাকার কিলামনি তনচংগ্যার ছেলে বলে জানান কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. নাসির উদ্দীন।

পরে আটককৃত ব্যক্তিকে বিজিবি সদস্যরা সোমবার সন্ধ্যায় উদ্ধারকৃত অস্ত্র, কার্তুজ ও অন্যান্য সরঞ্জামাদি সহ কাপ্তাই থানার পুলিশের নিকট হস্তান্তর করেন।

ওসি জানান, আটককৃত আপন জুটি তনচংগ্যার বিরুদ্ধে বিজিবির টহল দলের কমান্ডার বাদী হয়ে সোমবার রাত ৮ টায় কাপ্তাই থানায় একটি এজাহার দায়ের করলে উক্ত এজাহারের প্রেক্ষিতে কাপ্তাই থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। আসামিকে মঙ্গলবার রাঙ্গামাটি কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।