টেকনাফের নয়াপাড়া ক্যাম্প থেকে অস্ত্রসহ গ্রেফতার ১ - Southeast Asia Journal

টেকনাফের নয়াপাড়া ক্যাম্প থেকে অস্ত্রসহ গ্রেফতার ১

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া ক্যাম্প এলাকা থেকে একটি একনলা বন্দুকসহ মো. ইসমাইল (২২) কে গ্রেফতার করেছে (এপিবিএন) পুলিশ।

ইসমাইল সেই একই ক্যাম্পের বাসিন্দা মোঃ কাছিমের ছেলে।

বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ১৬আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পে এপিবিএন পুলিশের একটিদল ক্যাম্পে অভিযান চালিয়ে একটি একনলা বন্দুকসহ স্থানীয় সন্ত্রাসী মো.ইসমাইল (২২) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ক্যাম্প এলাকায় অপহরণ, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। উদ্ধারকৃত বন্দুকসহ আটক আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।