রাঙ্গামাটিতে নৌকা-স্বতন্ত্র সমানে সমান
নিউজ ডেস্ক
রাঙামাটির তিন উপজেলার ১০ ইউপির পাঁচটিত নৌকা ও পাঁচটিত স্বতন্ত্রপ্রার্থী বিজয়ী হয়েছেন।
জানা গেছে, বিলাইছড়ি উপজেলার তিন ইউপির দুটিতে নৌকা ও একটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।
তারা হলেন, কেংড়াছড়িতে রামা চরন মারমা (রাসেল মার্মা) (নৌকা) ও ফারুয়া ইউপিতে বিদ্যালাল তঞ্চঙ্গ্যা (নৌকা)। এছাড়া বিলাইছড়িতে স্বতন্ত্র প্রার্থী সুনীল কান্তি দেওয়ান বিজয়ী হয়েছেন।
কাপ্তাই উপজেলার তিন ইউপির মধ্যে কাপ্তাই সদরে আব্দুল লতিফ (নৌকা) ও ওয়াগ্গায় চিনঞ্জিত তঞ্চঙ্গ্যা (নৌকা) নির্বাচিত হয়েছেন। এছাড়া রাইখালীতে স্বতন্ত্র প্রার্থী মংক্য মারমা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বরকল উপজেলার চার ইউপির মধ্যে সদরে প্রভাত কুমার চাকমা (নৌকা) নির্বাচিত হয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুবলংয়ে তরুণ জ্যোতি চাকমা, বড় হরিণায় নীলাময় চাকমা এবং আইমাছড়ায় সুবিমল চাকমা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান জানিয়েছেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।