বাংলাদেশের বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের রাষ্ট্রপতি
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশের আমন্ত্রণে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৬ ও ১৭ ডিসেম্বর বাংলাদেশ সফরে আসছেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ।
আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেন, ‘এটি হবে ভারতের ১৪তম রাষ্ট্রপতির বাংলাদেশে প্রথম সফর।’
১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারত।
এ ছাড়া, বাংলাদেশ ও ভারত যৌথভাবে ৬ ডিসেম্বর মৈত্রী দিবস উপলক্ষে একটি ‘লোগো এবং ব্যাকড্রপ’ ডিজাইনিং প্রতিযোগিতার আয়োজন করছে।