বান্দরবান শহরে ১০ হাজার মাস্ক বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, শুধু চিকিৎসা দিয়ে নয়, মানুষের সচেতনতা এ বিশ্বকে করোনামুক্ত করতে পারবে।
রবিবার ৬ ফেব্রুয়ারি সকালে বান্দরবান জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে শহর আওয়ামী লীগের উদ্যোগে ১০ হাজার মাস্ক বিতরণ কর্মসূচি উদ্বোধনকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এই কথা বলেন।
পরে তিনি শহরের বিভিন্ন এলাকায় করোনা সচেতনতা বিষয়ক প্রচারণা চালান এবং মাস্কবিহীন মানুষদের নিজের হাতে মাস্ক পড়িয়ে দেন।
বান্দরবান পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, বান্দরবান শহর আওয়ামী লীগের সভাপতি ও বান্দরবান জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক অমল কান্তি দাশ এ সময় উপস্থিত ছিলেন।