মহেশপুর সীমান্ত থেকে ১০ স্বর্ণের বার উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ১০টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মাঠ থেকে পতিত অবস্থায় এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
ঝিনাইদহের মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি।
এসময় ১৬৫.৩২ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার স্বর্ণের বার থানায় হস্তান্তর করা হয়েছে।