রাঙামাটিতে জেএসএস (সন্তু)’র গোপন আস্তানা থেকে অস্ত্র ও সন্ত্রাসীদের ব্যবহৃত পোষাক উদ্ধার - Southeast Asia Journal

রাঙামাটিতে জেএসএস (সন্তু)’র গোপন আস্তানা থেকে অস্ত্র ও সন্ত্রাসীদের ব্যবহৃত পোষাক উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলীতে সন্তু লারমার নেতৃত্বাধনি পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন জেএসএস এর একটি গোপন আস্তানায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশি এলজি ও ২ রাউন্ড কার্তুজ, সন্ত্রাসীদের ব্যবহৃত পোষাক, ৩টি মোবাইল, ২টি ব্যাগ এবং চাঁদাবাজিসহ অপরাধকান্ডে ব্যবহৃত ১২টি সীম কার্ড উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্যরা।

গত ২৫ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে জেলার কাপ্তাই-রাজস্থলী সীমান্তের কাকছড়িতে এ অভিযান চালায় সেনাবাহিনীর কাপ্তাই জোন অধীনস্ত পানছড়ি ক্যাম্পের একটি আভিযানিক দল।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এদিন পানছড়ি ক্যাম্প কমান্ডার লেঃ সায়েম এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল কাকছড়িতে জেএসএস এর গোপন আস্তানাটিতে অভিযান চালায়। তবে অভিযানের খবরে আগেই সেখান থেকে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে সেখানে তল্লাসী চালিয়ে অস্ত্রসহ এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।

কাপ্তাই জোন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ সামসুল আরফিন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের প্রতিরোধ করতে টহলে বের হলে পরিত্যক্ত অবস্থায় এলজি, পোশাক মোবাইলসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে জেএসএস’র সদস্যরা পালিয়ে যায়।

চন্দ্রঘোনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।