ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলা, প্রকৌশলী নিহত - Southeast Asia Journal

ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলা, প্রকৌশলী নিহত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি-তে রকেট হামলা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হোসেন। তিনি জানান, এই হামলায় একজন প্রকৌশলী নিহত হয়েছেন।

সাজিদ হোসাইন ফেসবুক পোস্টে গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য জানান।

পোস্টে তিনি লেখেন, ‘কিছুক্ষণ আগে বাংলাদেশ সময় (২ মার্চ) রাত প্রায় ৯টা ২৫ মিনিটে জাহাজের ব্রিজে রকেট হামলা হয়েছে। সবার সাহসী তাৎক্ষণিক পদক্ষেপে আগুন নেভাতে পেরেছে। সবাই আল্লাহর কাছে ওদের জন্য সাহায্য প্রার্থনা করি।’

হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে ফেসবুকে দেওয়া ওই পোস্টে সাজিদ হোসেন বলেন, ‘গভীর বেদনার সাথে জানাচ্ছি যে, জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান (৪৭ই) মৃত্যুবরণ করেছেন।’

বাংলাদেশের জাহাজ বাংলার সমৃদ্ধি গত ২৩ ফেব্রুয়ারি রাতে ইউক্রেনের অলিভিয়া বন্দরে পৌঁছায়। পরদিন রাশিয়ার সঙ্গে বিদ্যমান উত্তেজনার জেরে অলিভিয়া বন্দরের সকল কার্যক্রম বন্ধ করা হয়। ইউক্রেনের অলিভিয়া বন্দরে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের ক্যাপ্টেন জি এম নুর ই আলম (৪০এন) এবং চিফ ইঞ্জিনিয়ার ওমর ফারুকসহ (৩৫ই) জাহাজের ২৯ জন জাহাজেই আটকা পড়েন।

বিএসসি সূত্রে জানা গেছে, যুদ্ধের কারণে ইউক্রেনে আটকে পড়ে বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। জাহাজটিতে ২৯ জন বাংলাদেশি নাবিক ছিলেন। জাহাজটি বর্তমানে ইউক্রেনের অলিভিয়া বন্দর চ্যানেলে নোঙর করা আছে। রকেট হামলার পরে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা জানার চেষ্টা চলছে। সিরামিকের কাঁচামাল ‘ক্লে’ পরিবহনের জন্য জাহাজটি তুরস্ক থেকে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় পৌঁছায়।

সেখান থেকে কার্গো নিয়ে ইতালি যাওয়ার কথা ছিল। তবে যুদ্ধাবস্থা এড়াতে জাহাজটিকে সেখানে পৌঁছানোর পরই পণ্য বোঝাই না করে দ্রুত ফেরত আসার জন্য নির্দেশনা দেয় শিপিং করপোরেশন। শেষ মুহূর্তে বন্দরের পাইলট না পাওয়ায় ইউক্রেনের জলসীমা থেকে বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশের এই জাহাজটি। এরপর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে।

এদিকে, ইউক্রেনের বন্দরে আটকে থাকা বাংলাদেশি জাহাজে রকেট হামলায় নিহত নাবিক হাদিসুর রহমান আরিফের বাড়িতে শোকের মাতম চলছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে স্বজনদের কাছে হাদিসুরের নিহতের খবর পৌঁছেছে। নিহত নাবিক হাদিসুরের বাড়ি বরগুনা বেতাগী উপজেলার ৩ নম্বর হোসনাবাদ ইউনিয়নে। তিনি ওই এলাকার বাসিন্দা মো. রাজা হাওলাদারের ছেলে।

নিহত হওয়ার খবর পরিবারের কাছে পৌঁছানো বিষয়টি নিশ্চিত করেছেন হাদিসুরের চাচা বেতাগী উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান। তিনি জানিয়েছেন বাংলাদেশ মেরিন একাডেমি থেকে খবরটি হাদিসের পরিবারকে জানানো হয়েছে। নিহত নাবিক আরিফের চাচা ফোরকান বলেন, বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হোসেনের মাধ্যমে তাঁরা জেনেছেন, বাংলাদেশ সময় বুধবার রাত ৯টা ২৫ মিনিটে ‘বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলায় ওই জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান মারা গেছেন। এ খবরে হাদিসের বাড়িতে শোকের মাতম চলছে।