রাঙামাটিতে সেনা অভিযানে ইউপিডিএফ (প্রসীত) সন্ত্রাসী আটক - Southeast Asia Journal

রাঙামাটিতে সেনা অভিযানে ইউপিডিএফ (প্রসীত) সন্ত্রাসী আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির বাঘাইছড়িতে অভিযান চালিয়ে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (প্রসীত) এর চাঁদা কালেক্টর সুখময় চাকমা ওরফে মানস চাকমাকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।

রবিবার (৬ মার্চ) সকালে দুইটিলা আর্মি ক্যাম্প হতে ৫ কিলোমিটার উত্তর ৯ কিঃমিঃ পাড়া নামক এলাকা থেকে ফুলঝাড়ু ব্যবসায়ীর নিকট চাঁদা আদায়ের সময় সুখময় চাকমাকে (৫২) আচক করা হয়। এসময় তার কাছ থেকে বাটন মোবাইল ২টি, চাঁদা আদায়ের রশিদ বই ১টি ও নগদ টাকা জব্দ করা হয়।

আটককৃত সুখময় চাকমা ওরফে মানস উপজেলার মারিশ্যারস্থ কেদারাছড়ার কালাচাঁদ চাকমার ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুখময় চাকমা জানায়, সে ইউপিডিএফ (প্রসীত) এর সাজেক-মাসালং এলাকার চীফ কালেক্টর এবং ২০১৫ সালে ইউপিডিএফ কর্তৃক বাবুছড়া অভিমুখে পদযাত্রা চলাকালীন সময় নিরাপত্তা বাহিনীর উপর হামলামামলার অন্যতম আসামী।

পরবর্তীতে তাকে বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হয়। বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকালে সেনাবাহিনী আসামিকে থানায় হস্তান্তর করেছে, মামলার প্রস্তুতি চলছে।