বাংলাদেশ থেকে রোহিঙ্গা পাচার: ভারতে ৬ জন গ্রেফতার
![]()
নিউজ ডেস্ক
অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে রোহিঙ্গাদের পাচারে জড়িত থাকার অভিযোগে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) ছয়জনকে গ্রেফতার করেছে। ওই ব্যক্তিরা একটি গ্যাংয়ের সদস্য যারা দীর্ঘদিন ধরে এভাবে অবৈধভাবে রোহিঙ্গাদের পাচার করে আসছে।
গত শুক্রবার তাদের গ্রেফতার করা হয়। এই দলটি বাংলাদেশের সীমান্তবর্তী আসাম, পশ্চিমবঙ্গ ও মেঘালয় ছাড়াও ভারতের বিভিন্ন রাজ্যে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
এর আগে গত ২৭ ডিসেম্বর ওই দলটির সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করে এনআইএ। এতে বলা হয়, অবৈধভাবে প্রলুব্ধ করে দলটি রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ভারতে পাচার করছে। তাছাড়া তারা রোহিঙ্গাদের ভারতীয় ভুয়া পরিচয়পত্রও সরবরাহ করেছে।
এনআইএ এক বিবৃতিতে জানিয়েছে, কুমকুম আহমেদ চৌধুরী নামের একজন এই কর্মকাণ্ডের মূল পরিকল্পনাকারী। আসামের নাগরিক হলেও তিনি বেঙ্গালুরু থেকে এসব কর্মকাণ্ড পরিচালনা করছেন। এই মামলার সঙ্গে জড়িতদের ধরতে গতকাল এনআইএ আসাম, মেঘালয় এবং কর্ণাটকের বিভিন্ন স্থানে অভিযান চালায় এবং তাদের গ্রেফতার করা হয়।
২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা ও নিপীড়নের মুখে দেশটি থেকে কয়েক লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। সে সময় থেকে এখন পর্যন্ত প্রায় ১১ লাখ রোহিঙ্গা বর্তমানে বাংলাদেশের কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে বসবাস করছে।