রাঙামাটিতে সেনা অভিযানে অস্ত্রসহ জেএসএস (সন্তু) সন্ত্রাসী আটক
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার গড়খুজ্জাছড়িতে অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র, এ্যামুনেশন ও অন্যান্য সরঞ্জামসহ সন্তু লারমার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর এক সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।
রবিবার (১৩ মার্চ) বিকেল আনুমানিক ৫টার দিকে এ অভিযান চালায় সেনাবাহিনী।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গড়খুজ্জাছড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে সম্ভু লাল চাকমা (৫২) নামের ওই সন্ত্রাসীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১টি ১২ বোর দেশীয় বন্দুক, ১ রাউন্ড এ্যামুনেশন, ৮টি দেশীয় দা, ২টি জাতীয় পরিচয়পত্র ও ২ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর সক্রিয় সশস্ত্র সদস্য ও চাঁদা সংগ্রহকারী বলে জানায়।
সেনাবাহিনী জানায়, পরবর্তীতে আটককৃত সম্ভু লাল চাকমা (৫২)কে উদ্ধারকৃত অস্ত্র, এ্যামুনেশন এবং অন্যান্য সরঞ্জামাদিসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এছাড়া পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃংখলা বজায় রাখতে ভবিষ্যতেও সেনাবাহিনীর এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।