সরকারি সফরে কাতার গেলেন সেনাবাহিনী প্রধান
“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
দুই দিনের সরকারি সফরে কাতার গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
রোববার (২০ মার্চ) কাতারের রাজধানী দোহার উদ্দেশে ঢাকা ছাড়েন সেনাপ্রধান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
কাতারে অবস্থানকালে তিনি দোহা ইন্টারন্যাশনাল মেরিটাইম ডিফেন্স এক্সিবিশন অ্যান্ড কনফারেন্সে অংশ নেবেন। সেই সঙ্গে মিডিল ইস্ট নেভাল কমান্ডার্স কনফারেন্সেও সেনাপ্রধানের অংশ নেয়ার কথা রয়েছে।