পশ্চিমবঙ্গে তৃণমূল নেতাকে হত্যার জেরে রণক্ষেত্র রামপুরহাট, জীবন্ত দগ্ধ ১২ - Southeast Asia Journal

পশ্চিমবঙ্গে তৃণমূল নেতাকে হত্যার জেরে রণক্ষেত্র রামপুরহাট, জীবন্ত দগ্ধ ১২

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দুষ্কৃতদের ছোড়া বোমার আঘাতে সোমবার (২১ মার্চ) রাতে প্রাণ হারিয়েছেন তৃণমূল কংগ্রেসের উপ-প্রধান ভাদু শেখ। তিনি পশ্চিমবঙ্গের বীরভূমের রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ছিলেন। তার হত্যাকাণ্ডের পর রাতেই রামপুরহাটে ১২ জনকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে।

সূত্র জানিয়েছে, ভুক্তভোগীদের ঘরের ভেতর আটকে রেখে আগুনে পুড়িয়ে মারা হয়। এ নিয়ে চাপানউতর শুরু হয়েছে রাজ্যের রাজনৈতিক দলগুলোর মধ্যে।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এরই মধ্যেই মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজির সঙ্গে বৈঠক করেছেন। ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম।

এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রাজ্য সচিবালয়। দায়িত্বরত ওসি’কে ক্লোজ করা হয়েছে এবং এসডিপিও’কে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।