পশ্চিমবঙ্গে তৃণমূল নেতাকে হত্যার জেরে রণক্ষেত্র রামপুরহাট, জীবন্ত দগ্ধ ১২
নিউজ ডেস্ক
দুষ্কৃতদের ছোড়া বোমার আঘাতে সোমবার (২১ মার্চ) রাতে প্রাণ হারিয়েছেন তৃণমূল কংগ্রেসের উপ-প্রধান ভাদু শেখ। তিনি পশ্চিমবঙ্গের বীরভূমের রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ছিলেন। তার হত্যাকাণ্ডের পর রাতেই রামপুরহাটে ১২ জনকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে।
সূত্র জানিয়েছে, ভুক্তভোগীদের ঘরের ভেতর আটকে রেখে আগুনে পুড়িয়ে মারা হয়। এ নিয়ে চাপানউতর শুরু হয়েছে রাজ্যের রাজনৈতিক দলগুলোর মধ্যে।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এরই মধ্যেই মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজির সঙ্গে বৈঠক করেছেন। ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম।
এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রাজ্য সচিবালয়। দায়িত্বরত ওসি’কে ক্লোজ করা হয়েছে এবং এসডিপিও’কে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।