কলকাতার বন্দরে দুর্ঘটনায় বাংলাদেশি জাহাজ
নিউজ ডেস্ক
কলকাতার খিদিরপুর বন্দরে দুর্ঘটনার কবলে পড়েছে বাংলাদেশি পতাকাবাহী পণ্যবাহী জাহাজ মার্টিন ট্রাস্ট -০১।
বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ খিদিরপুর ডকে কন্টেনার বোঝাই পণ্য জাহাজে তোলার সময় আচমকাই দুর্ঘটনা ঘটে।
খিদিরপুর বন্দর কর্তৃপক্ষ জানায়, এদিন ক্রেন দিয়ে কন্টেনার লোডিংয়ের সময় তার ছিড়ে যায় ক্রেনের। এতে জাহাজের একদিকে বেশকিছু কন্টেনার জমে যায়। ওজন সামলাতে পারেনি লাইটার জাহাজটি। নিমেষেই বিপজ্জনকভাবে ডকের পল্টুন বরাবর কাত হয়ে ডুবতে শুরু করে জাহাজটি।
পরে বন্দর কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে রক্ষা পায় জাহাজটি। দ্রুততর সময়ে একাধিক ক্রেনের মাধ্যমে খালি করা হয় কন্টেনারগুলো।
এই ঘটনায় কোনো প্রাণহানি না হলেও জাহাজে কর্মরত তিন বাংলাদেশি ক্রু আহত হন বলে জানিয়েছেন বন্দর কর্তিপক্ষ।
কলকাতা থেকে এই জাহাজটির গন্তব্য ছিল বাংলাদেশের চট্টগ্রাম বন্দর।