রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সাত সৌদি বিচারক গ্রেপ্তার
নিউজ ডেস্ক
সৌদি মানবাধিকার সংস্থাগুলো জানায়, বুধবার সৌদি কর্তৃপক্ষ রাষ্ট্রদ্রোহিতার দায়ে ওই বিচারকদের গ্রেপ্তার করে। নিহত সৌদি সাংবাদিক জামাল খাশোগির প্রতিষ্ঠিত মানবাধিকার ওকালতি সংস্থা `ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাও’ বা ডিএডব্লিউএন অনুসারে গ্রেপ্তারকৃতদের মধ্যে অনেকেই সৌদি আরবে মানবাধিকার লঙ্ঘনে জড়িত। দ্য নিউ আরব
ডিএডব্লিউএন আরো জানায়, গ্রেপ্তার হওয়া বিচারকদের একজন হলেন খালিদ আল-লিহেইদান। তিনি নারী অধিকার কর্মী লুজাইন আল-হাথলৌলের কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন।
আরেকজন হলেন আব্দুল আজিজ আল-জাবের, তিনি এই বছরের মার্চে ৮১ বন্দীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন।
ডিএডব্লিউএন টুইটে জানায়, প্রত্যক্ষদর্শীরা আমাদের জানিয়েছেন যে রাষ্ট্রীয় নিরাপত্তার গাড়িগুলো সরাসরি আদালতে এসে বিচারকদের গ্রেপ্তার করেছে। তবে গ্রেপ্তারের বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।