টেকনাফে বিজিবির অভিযানে এক কেজি আইস জব্দ - Southeast Asia Journal

টেকনাফে বিজিবির অভিযানে এক কেজি আইস জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে এক কেজি ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার পিস ইয়াবা ও ১৪২ ক্যান বিয়ার জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার (২৫ এপ্রিল) ভোররাতে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) সাবরাং বিওপির বিশেষ টহলদল এসব মাদক জব্দ করে।

টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার ভোররাতে বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের সাবরাং বিওপির বিশেষ টহলদল নাফ নদী বেড়িবাঁধ সংলগ্ন জিন্নাহ খাল এলাকায় নিয়মিত টহল চালাচ্ছিল। ভোর ৪টার দিকে টহলদল ওই এলাকায় কেওড়া বাগানের ভেতর কয়েকজনের পায়ের শব্দ শুনতে পেয়ে কৌশলে অবস্থান নেয়। পরবর্তীকালে টহলদল তিন চোরাকারবারিকে তিনটি বস্তা নিয়ে বেড়িবাঁধের দিকে আসতে দেখে।

তাদের দেখা মাত্রই বিজিবি টহলদল চ্যালেঞ্জ করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলদল তাদের থামানোর চেষ্টা করে। এতে চোরাকারবারিরা অন্ধকারে তাদের বহন করা বস্তাগুলো ফেলে কেওড়া বাগানের ভেতরে পালিয়ে যায়।

পরে ওই এলাকা তল্লাশি করে চোরাকারবারিদের ফেলে যাওয়া বস্তার ভেতর থেকে এক কেজি ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার পিস ইয়াবা এবং ১৪২ ক্যান বিয়ার জব্দ করা হয় বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।