ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর প্রতি আহ্বান রাশিয়ার - Southeast Asia Journal

ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর প্রতি আহ্বান রাশিয়ার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনেকে ধাপে ধাপে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর একাধিক দেশ। ইউক্রেনকে অস্ত্র না দিতে আবারও আহ্বান জানিয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, তারা যদি ইউক্রেন সংকট সমাধানে সত্যিই আগ্রহী হয় তবে অবশ্যই অস্ত্র সরবরাহ বন্ধ উচিত। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়াকে সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্র ও ইউরোপের একাধিক দেশ ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র সহয়তা দিয়েছে। এর মধ্যে কংগ্রেসের কাছে আরও ৩ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ওয়াশিংটনকে হুমকি দিয়ে রাশিয়া বলছে কিয়েভকে সামরিক সহায়তা মানে আগুনে ঘি ঢালা।

অভিযান প্রসঙ্গে চীনা সংবাদমাধ্যমকে ল্যাভরভ বলেন, ইউক্রেনে পরিকল্পনা মোতাবেক রাশিয়ার বিশেষ সামরিক অভিযান চলছে।

গত ২৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযানে নামে রুশ বাহিনী। তাদের হামলায় এখন পর্যন্ত অনেক বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।