বান্দরবানে অস্ত্র ও ইয়াবাসহ আটক ১ - Southeast Asia Journal

বান্দরবানে অস্ত্র ও ইয়াবাসহ আটক ১

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান অস্ত্র ও ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। সোমবার রাতে বান্দরবান শহরের তালুকদার পাড়া থেকে তাকে আটক করা হয়। আটককৃতের নাম উমুংচিং মার্মা (৩৫)। সে ২ নং রুমা সদর ইউনিয়নের পলিকা পাড়া এলাকার উচিনু মার্মার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আটক উমুংচিং মার্মা দীর্ঘদিন ধরে বান্দরবানের স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে মগ বাহিনীর নাম ভাঙ্গিয়ে চাঁদা আদায় করে আসছিলো। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাকে নজরধারীতে রাখেন। এরই ধারাবাহিকতায় অভিযোগের সত্যতা পাওয়ায় গোপন সংবা‌দের ভিত্তিতে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী শহরের তালুকদার পাড়া এলাকায় অ‌ভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ২৩ পিস ইয়াবা ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এই বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, মাদক ও দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।