ইমরান খানের 'ডিক্টেশন' প্রত্যাখ্যান প্রধানমন্ত্রী শাহবাজের - Southeast Asia Journal

ইমরান খানের ‘ডিক্টেশন’ প্রত্যাখ্যান প্রধানমন্ত্রী শাহবাজের

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বৃহস্পতিবার তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খানের ‘ডিক্টেশন’ প্রত্যঅখ্যান করে বলেছেন, সাধারণ নির্বাচনের তারিখ নির্ধারণ করবে জাতীয় পরিষদ।

জাতীয় পরিষদে কঠোর বক্তৃতাকালে শাহবাজ শরিফ সাবেক প্রধানমন্ত্রী ইমরানের ‘ডিক্টেশন’ মানবেন না বললেও তার সাথে আলোচনার সম্ভাবনা বাতিল করে দেননি।

ইমরান খানের ‘আজাদি মার্চ’ আজ বৃহস্পতিবার শেষ হয়েছে। ইমরান খান ইসলামাবাদে ঘোষণা করেছেন, ছয় দিনের মধ্যে আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করা না হলে তিনি আবার লাখ লাখ লোক নিয়ে ফিরে আসবেন।

ইমরান খানের ওই লং মার্চে ব্যাপক হাঙ্গামা হয়। লং মার্চ ঠেকাতে বিভিন্ন স্থানে প্রতিরোধ স্থাপন করা হয়। কিন্তু ইমরান খানের সমর্থকেরা সেগুলো গুঁড়িয়ে চলে আসে রাজধানীতে।

শাহবাজ শরিফ এই প্রেক্ষাপটে বলেন, ‘আলোচনার দরজা খোলা। আমরা একটি কমিটি গঠন করতে পারি।’

প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান এখনো বিপদে রয়েছে। পিটিআই ‘উচ্ছ্বঙ্খল জনতা’ যেসব নির্দেশনা দিয়েছৈ, সেটা সরকারের ওপর প্রযোজ্য হবে না। সরকার আগাম নির্বাচনের দাবির কাছে নতি স্বীকার করবে না।

তিনি বলেন, ‘ইমরান নিয়াজি, আমি পরিষ্কার করে বলছি, আপনি ঘরে ডিক্টেট করতে পারেন। কিন্তু পরিষদকে ব্ল্যাকমেইল বা ভীত করতে পারেন না।’