বান্দরবানে অস্ত্রের মুখে দুই যুবককে অপহরণের অভিযোগ - Southeast Asia Journal

বান্দরবানে অস্ত্রের মুখে দুই যুবককে অপহরণের অভিযোগ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানে অস্ত্রের মুখে দুই যুবককে অপহরণের অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ জুন) বিকেলে বান্দরবান সদর থানার রাজভিলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তঞ্চগ্যা পাড়ায় এ ঘটনা ঘটে।

ওই দুই যুবক হলেন তঞ্চগ্যা পাড়ার বীরমোহন তঞ্চগ্যার ছেলে কৌকা তঞ্চগ্যা (৩৫) ও মৃত সুরামেরেয়া চাকমার ছেলে দোকানি জীবন চাকমা সুমন (৪০)।

স্থানীয়রা জানান, বিকেল ৩টার দিকে মাহিন্দ্রা গাড়িতে করে চারজন সশস্ত্র সন্ত্রাসী জীবন চাকমার দোকানে আসে। তারা এসে প্রথমে মারধর করেন ও পরে কৌকা ও জীবনকে গাড়িতে তুলে নিয়ে যান।

রাজভিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্য অং প্রু বলেন, অস্ত্রের মুখে একটি পাহাড়ি সন্ত্রাসী দল দুজনকে অপহরণ করে নিয়ে গেছে বলে পাড়াবাসীরা আমাকে জানিয়েছেন।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, রাজভিলায় দুজনকে অপহরণের খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।