রোহিঙ্গা নেতা আজিমুদ্দিন হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা নেতা আজিমুদ্দিন হত্যা মামলার আরেক আসামি মৌলভি আনাসকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত সাড়ে নয়টার দিকে উখিয়া ক্যাম্প-১৯ নম্বর আশ্রয়শিবির থেকে তাঁকে গ্রেপ্তার করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ হত্যাকাণ্ডে এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হলো।
গ্রেপ্তার আনাস রোহিঙ্গা আশ্রয়শিবির-১৯ নম্বরের ডি-৫ ব্লকে বসবাস করা মৌলভি জকরিয়ার ছেলে। এ হত্যা মামলার ১৪ নম্বর আসামি তিনি।
আজ মঙ্গলবার সকালে ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন বলেন, আজিমুদ্দিন হত্যাকাণ্ডের পর থেকে আনাস অনেকটা আড়ালে চলে যান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এ হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী বলে জানা গেছে। তাঁকে উখিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
উখিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গাজী সালাহ উদ্দিন বলেন, গ্রেপ্তার আনাসকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হবে।
৯ জুন রাত সাড়ে আটটার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৮ নম্বর ময়নারঘোনা রোহিঙ্গা আশ্রয়শিবিরে সন্ত্রাসী হামলায় নিহত হন রোহিঙ্গা নেতা আজিমুদ্দিন। এ সময় অপর দুজন গুরুতর আহত হলে তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পরের দিন নিহত আজিমুদ্দিনের স্ত্রী সমজিদা বেগম বাদী হয়ে ১৫ রোহিঙ্গার নাম উল্লেখ করে এবং ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা করেন। এরপর ১১ জুন পৃথক দুটি অভিযান চালিয়ে মামলার তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।