রাখাইনে দুদিনব্যাপী বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক বাণিজ্য বৈঠক অনুষ্ঠিত - Southeast Asia Journal

রাখাইনে দুদিনব্যাপী বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক বাণিজ্য বৈঠক অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার বাণিজ্য সুবিধার প্রসারের লক্ষ্যে মিয়ানমারের রাখাইনে ২ দিনব্যাপী দ্বিপাক্ষিক বাণিজ্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৭ জুন শুক্রবার শুরু হওয়া এ বৈঠকটি আজ ১৮ জুন শনিবার শেষ হয় বলে জানা গেছে।

সূত্র জানায়, রোহিঙ্গা সঙ্কট নিয়ে বাংলাদেশ ও পাশ্ববর্তী দেশ মিয়ানমারের মধ্যে দীর্ঘ টানাপোড়নের মধ্যেই দুদেশের ব্যবসা-বানিজ্যের প্রসারের লক্ষ্যে দেশটির রাখাইন শহরের সিত্তওয়ে হোটেলে গতকাল ১৭ জুন শুক্রবার দুদেশের প্রতিনিধি দলের অংশগ্রহনে শুরু হয় দুদিনব্যাপী দ্বিপাক্ষিক বাণিজ্য বৈঠক। বৈঠকটির আয়োজন করে রাখাইন স্টেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি।

বৈঠকে বাংলাদেশের ৯ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশের রাষ্ট্রদূত এইচ ই মঞ্জুরুল করিম খান ও বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ বারিকুল ইসলাম।

অপরদিকে, রাখাইনের ২৭ জন ব্যবসায়ীর অংশগ্রহনে দেশটির নেতৃত্ব দেন রাখাইন স্টেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির চেয়ারম্যান টিন অং ও।

বৈঠকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত রুটসহ আরো সুবিধাজনক পর্যায়ে বাণিজ্য প্রসারের লক্ষ্যে সম্মত হয় দুদেশের ব্যবসায়ী প্রতিনিধি দল। দুদেশই বাণিজ্যের পরিধি আলো বাড়ানোর দিকে মনোনিবেশ করবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। এছাড়া বাংলাদেশ ও মিয়ানমারের রাখাইনের ব্যবসায়ীদের মধ্যে সংযোগ স্থাপনের বিষয়ে বৈঠকে গুরুত্বপূর্ন আলোচনা হয়।

পরে দুদেশের প্রতিনিধিরা নিজেদের মধ্যে শুভেচ্ছা উপহার বিনিময় করেন।